চিত্রনায়িকা মাহিয়া মাহির কোলে জুড়ে নতুন অতিথি আসছে। আর মা হওয়ার বিষয়ে নায়িকা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন।
মাহিয়া জানিয়েছেন যে দুমাস আগে এই আনন্দের খবরটি জেনেছেন তিনি।
মাহি বলেন, এই ভালোলাগা সবকিছুর মতো প্রকাশ করার মত নয়। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। হয়তো সাত মাস পর নতুন অতিথি আগমনের খবরটি দিতে পারব।
গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ০৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।
উল্লেখ্য, সম্প্রতি মাহির নতুন সিনেমা ‘লাইভ’মুক্তি পেয়েছে । এতে সায়মন সাদিকের বিপরীতে তিনি অভিনয় করেছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!