অনলাইন ডেস্ক :
দিনের শুরুতেই বলিউডে এলো সুখবর। মা হচ্ছেন অনিল কাপুর কন্যা অভিনেত্রী সোনম কাপুর। বেবি বাম্পসহ তিনটি ছবি শেয়ার করে নিজেই দিলেন সেই খবর। ইনস্টাগ্রামে সোনম লিখলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছবিতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। বেবি বাম্পের ওপর হাত রেখেছেন দু’জনেই। জানা যায়, চলতি বছরই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। সময়টা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে। আসবে জুনিয়র আহুজা কাপুর। লন্ডনের নটিংহিল বাংলোতেই আনন্দের বেশিরভাগ সময় কাটে সোনমের। সেখান থেকে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তবে ইনস্টগ্রামের পোস্টটিতে চেকইনটা দেখাচ্ছে দিল্লি। এদিকে, সোনমের সন্তানসম্ভবা হওয়ার গুজব গত বছর ছড়িয়েছিল। ২০২১ সালের ১৪ জুলাই তিনি যখন বোনের বিয়ে উপলক্ষে দেশে ফিরেছিলেন তখন অনেকেই কথাটা বলেছিলেন। যদিও পরে জানা যায় সে খবর ভুয়া। এবার নিজেই মা হওয়ার সংবাদটি দিলেন। প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করেন সোনম। বেশ কিছু দিন হলো বলিউড থেকেও বেশ খানিকটা দূরে আছেন তিনি। অন্যদিকে, স্বামী আনন্দ নিজের ব্যবসা সামলাচ্ছেন। তাকে সহযোগিতা করছেন সোনম। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!