অনলাইন ডেস্ক :
মা হলেন ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী ইশিতা দত্ত। বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভাটসাল শেঠ ও ইশিতা দম্পতির এটি প্রথম সন্তান। একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মা-ছেলে দু’জনেই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে দুই পরিবারের সদস্যরা আনন্দে ভাসছেন। আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন ইশিতা।’ সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ইশিতা-ভাটসালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে টাইমস অব ইন্ডিয়াকে ভাটসাল শেঠ বলেছিলেন- ‘আমাদের বিবাহিত জীবনের ৫ বছর পার হয়ে গেছে। কিন্তু এতদিন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিইনি। কারণ আমরা আমাদের ক্যারিয়া গুছিয়েছি। আমাদের জীবনে বিয়ে যেমন একটি মাইলস্টোন, সন্তানও তাই। সন্তানের আগমন আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে।’ টিভি সিরিজে অভিনয় করতে গিয়ে অভিনেতা ভাটসাল শেঠের সঙ্গে প্রথম পরিচয় হয় ইশিতার। ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা।
২০২৩ সালকে একসঙ্গে উদযাপন করেন এই দম্পতি। তাদের বহুদিনের স্বপ্ন ছিল মুম্বাইয়ে নিজেদের একটি বাড়ি কেনার। চলতি বছরে সেই স্বপ্নপূরণের কথাও জানান ইশিতা দত্ত। মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। ২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অজয় দেবগনের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেন ইশিতা। এ সিরিজের দ্বিতীয় পার্টেও একই চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম