January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 7:15 pm

‘মিঠাই’কে পেছনে ফেলে শীর্ষে ‘গাঁটছড়া’

অনলাইন ডেস্ক :

এ সপ্তাহেও ‘মিঠাই’কে পেছনে ফেলে প্রথম স্টার জলসার ‘গাঁটছড়া’। গত বৃহস্পতিবার প্রকাশিত হয় ওপার বাংলার সিরিয়ালের টিআরপি রেটিং। জরিপ বলছে, আপাতত ‘গাঁটছড়া’য় বুঁদ দর্শকরা। ১০.২ নম্বর ‘গাঁটছড়া’র ঝুলিতে। ৯.৫ পেয়ে দ্বিতীয় ‘আলতা ফড়িং’। তৃতীয় স্থানে টানা কয়েক মাস ছোট পর্দায় রাজত্ব করা ‘মিঠাই’। নম্বর ৯.১। অনেক দর্শক মনে করেন, মিঠাই-সিদ্ধার্থের ভোল বদল, পাহাড়ে মধুচন্দ্রিমা তাদের পছন্দ হয়নি। সে জন্য জরিপে নিচে নেমে গেছে সিরিয়ালটি। ৮.৩ পেয়ে চতুর্থ স্থানে ‘ধুলোকণা’। লালন-ফুলঝুরির গল্পও একইভাবে আকর্ষণ করছে দর্শকদের। ৮.২ পেয়ে পঞ্চম স্থান দখলে রেখেছে দুই ধারাবাহিক। ‘আয় তবে সহচরী’ এবং ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে পড়েছে ‘মন ফাগুন’। তার ঝুলিতে ৮.১। টিআরপি অনুযায়ী, ৬৯০ পেয়ে এ সপ্তাহেও প্রথম স্থানে স্টার জলসা। জি বাংলার নম্বর ৫০২। সূত্র : আনন্দবাজার পত্রিকা।