অনলাইন ডেস্ক :
মানহানি করায় মামলা খেয়েছিলেন সালমান খানের হাতে। ঋষি কাপুরকে নিয়ে মন্তব্য করায় জেলে গিয়েছিলেন, তবুও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এবার বাংলাদেশি অভিনেত্রীদের পেছনে লেগেছেন বলিউডের কামাল রশিদ খান। ‘বাজে’ মন্তব্য করলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা, নাবিলা ও সাফা কবিরকে নিয়ে। কামাল রশিদ খান বলিউডের চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং লেখক। ২০০৯ সালে তিনি টেলিভিশন অনুষ্ঠান বিগ বস-এ অংশগ্রহণ করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন কামাল আর খান। সেসময় তারপক্ষে জনমতও তৈরি হয়। কিন্তু বলতে বলতে একটা সময় সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন বলে বলিউডের একাংশের দাবি ছিল। সালমান খানকে লক্ষ্য করে একাধিক ট্যুইটে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন কামাল রশিদ খান (কেআরকে)। তবে শেষ পর্যন্ত সালমান খান মামলা করলে কিছুটা স্থিমিত হন কামাল। তবে এবার তো বলিউড ছেড়ে বাংলার দিকেই নজর দিয়ে ফেললেন। সম্প্রতি কলকাতার অভিনেতা সৌরভ দাস বাংলাদেশে এসেছিলেন। রাফিয়াত রশিদ মিথিলার বাসায় দাওয়াত ছিল। সেটা গ্রহণ করেছিলেন সৌরভ। সোউরভের আগমন উপলক্ষে মিথিলার বাসায় আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মাসুমা নাবিলা ও সাফা কবির। এই দাওয়াতে সৌরভ সবার সঙ্গেই ছবি তুলেছিলেন। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। একটি ছবিতে মিথিলা ও সৌরভকে একত্রে দেখা যায়। অপর ছবিতে সৌরভের সঙ্গে মিথিলা, নাবিলা, ও সাফা করিম ছিলেন। কামাল রশিদ খান এই পোস্টে মন্তব্য করেন “বাহ ভাই এক স্ত্রীয়ের সঙ্গে দুই শ্যালিকা.. দারুণ!” বিষয়টি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে সৌরভের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মিথিলার। এই বন্ধুত্বের নমুনা কলকাতা ছাড়িয়ে ঢাকাতেও দেখা গেছে। আমন্ত্রিত অতিথিকে বাংলাদেশের প্রায় সব নামি খাবার খাইয়েছেন বন্ধু মিথিলা। সংবাদমাধ্যমকে মিথিলা বলছিলেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যতœ ভালোভাবেই হয়েছে।’
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা