December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 2:22 pm

‘মিথ্যাবাদী চুমকি’ চরিত্রে মেহজাবীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করপোরেট অফিসে চাকরি করেন চুমকি। মার্কেটিংয়ের কাজ তার। যদিও মার্কেটিং নিয়ে তার ধ্যান-জ্ঞান কম। বরং তার অভিনয়ের প্রতি বেশি ঝোঁক। নাটক-সিনেমায় অভিনয় নয়, চুমকি তার অভিনয় প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে। যেকোনো কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন আর তা কাজে না দিলে উচ্চ স্বরে কান্না শুরু করেন। তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া কঠিন। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চুমকি চলেছেৃ’। এতে ‘মিথ্যাবাদী চুমকি’ চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। রুম্মান রশীদ খান রচিত এ নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। তাকে আমেরিকা প্রবাসী মেহজাবীনের প্রেমিক চরিত্রে দেখা যাবে। আশাবাদ ব্যক্ত করে পরিচালক মহিম বলেন, ‘এ নাটকের গল্পে ভিন্নতা আছে। মেহজাবীন আপুর চরিত্রটি দারুণ মজার ও চ্যালেঞ্জিং। ঈদ আয়োজনে নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘চুমকি চলেছে…’। সবগুলো কাজ ঈদের সাতদিন ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।