বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মিথ্যা তথ্য দিয়ে ‘সি ক্যাটাগরিতে জুলাইযোদ্ধা’ হিসেবে নথিভক্ত হয়েছে যারা, তাদের সনদ বাতিলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান মাহফুজ আলম অনি নামে এক শিক্ষার্থী।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সাধারণ শিক্ষার্থীসমাজের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন তিনি।
স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় হতে অনেকেই শুধু কিছু ছবি আবু সাঈদ ভাইয়ের সঙ্গে তুলেছে বা ১৬ জুলাই পর্যন্ত আন্দোলন করে বাড়িতে যায় এবং পরে ৫ আগস্টের পরে ক্যাম্পাসে ফিরে আসে। যাদের কোনপ্রকার দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতি বা অঙ্গহানির মতো কোন ঘটনা ঘটেনি এমনসব মানুষের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে মনোনীত হওয়া অপ্রীতিকর এবং অনায্য একটি বিষয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, এভাবে তারা একইসাথে মিথ্যা তথ্য দিয়ে যেমন জ্বালিয়াতি করেছে ঠিক তেমনি তারা এই তালিকাভুক্ত হয়ে নানা সুবিধা গ্রহণ করছে ফলে আসল ক্ষতিগ্রস্থরা তা পাচ্ছে না। তাছাড়াও অন্যায়ভাবে কোন সুস্থ মানুষ তা ভোগ করার মাধ্যমে রাষ্ট্রের রাজকোষের ক্ষতি করছে বলে আমরা মনে করি তাই যারা মিথ্যা তথ্য দিয়ে এমন সুবিধা নিচ্ছে তাদের তালিকা হতে নাম বাতিল, সনদ বাতিলসহ মিথ্যা তথ্য দিয়ে এমন সুবিধা গ্রহণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
স্মারকলিপির ব্যাপারে জানতে চাইলে মাহফুজ আলম অনি বলেন, বেরোবিতে আন্দোলন সমন্বয়করা রান করলেও ১৬ জুলাইয়ের পর অনেকেই পালাই গেছে। ৫ আগস্টের পর এসে তারা ভাতা পাচ্ছে। অথচ আহত হয়নি। তারা পুরোপুরি সুস্থ। এখন রাষ্ট্রীয় টাকা পাচ্ছে। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি এ স্মারকলিপি দিয়েছি।
আরও পড়ুন
শিক্ষকদের নতুন আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়
দাবি না মানলে মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের