অনলাইন ডেস্ক :
বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন এ মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। মামলায় একাধিকবার অভিনেত্রীকে জেরা করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিছুদিন আগে ইডির জেরার মুখে জ্যাকুলিন জানিয়েছেন, সুকেশের কাছ থেকে দেড় লাখ ডলার ধার নিয়েছিলেন তার বোন। অভিনেত্রীর এই স্টেটমেন্ট শুনে ইডির কাছে সুকেশ দাবি করেন মিথ্যা বলছেন জ্যাকুলিন। সুকেশের দাবি, দেড় লাখ নয়, নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলার ট্রান্সফার করেছিলেন তিনি। এছাড়াও জ্যাকুলিনের মাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। সুকেশের সঙ্গে জ্যাকুলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে দাবি ইডির। অল্প কিছুদিন আগেই দিল্লির এক আদালতে এ মামলার অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। সেখানে নাম রয়েছে অভিনেত্রীর। সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ মামলার মূল অভিযুক্ত সুকেশ তাকে অনেক কিছু উপহার দিয়েছেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত