২০২৬ -এর এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বের দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার (২ জুলাই) ২-১ গোলে মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমারের নারীরা। কিন্তু, মাঠে বাংলাদেশের মেয়েরা খেলেছে ফেভারিটের মতো। ঋতুপর্ণা চাকমার গতির কাছে বারবার পরাস্ত হয়েছে স্বাগতিক নারীরা। শেষ পর্যন্ত ব্যবধান গড়েছেন ঋতুই। তার জোড়া গোলে রেফারির শেষ বাঁশিতে উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ।
শুরু থেকেই মিয়ানমারের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। লিড এনে দেন ঋতুপর্ণা।
৬৬ মিনিটে ডিফেন্সের ভুলে বিপদ প্রায় ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ। এ যাত্রায় বক্সের ডান পাশ থেকে সেটি ক্লিয়ার করেন শামসুন্নাহার জুনিয়র। ৬৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক গ্যালারিকে প্রায় নিশ্চুপ করে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটা বাইরে চলে যায় একটুর জন্য।
৩ মিনিট পরে এবার স্বাগতিক গ্যালারিতে পিনপতন নিরবতা নিয়ে আসেন ঋতুপর্ণা। দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৫ মিনিটে ব্যবধান ৩-০ করার সুযোগ হাতছাড়া করেন মনিকা।
৮৭ মিনিটে আরেকবার বংলাদেশের বক্সে কিছুটা ভয় ছড়িয়েছিল মিয়ানমার। কিন্তু সেটি বেশ ভালোভাবে মোকাবিলা করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। পরের মিনিটেই স্বাগতিক গ্যালারিকে আবারও জাগিয়ে তোলেন মিয়ানমার ফরোয়ার্ড উইন উইন। ব্যবধান কমান গোলের। সেই গোল কেবল শান্তনা দিয়েছে স্বাগতিকদের।
রেফারির শেষ বাঁশিতে উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপের মূলপর্বে।
আরও পড়ুন
লাহোরের আজকের ম্যাচ ও বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন সাকিব
শিবলির সেঞ্চুরিতে বাংলাদেশ ইমার্জিং দলের দাপুটে দিন
দুটি নয়, আরব আমিরাতের সঙ্গে ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ