সিনহুয়া, ইয়াঙ্গুন :
মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে একটি জেড পাথরের খনির ভূমিধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় পুলিশ সোমবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
এর আগে স্থানীয় সময় রবিবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।
এইচপাকান্ট টাউনশিপ পুলিশ কর্মকর্তা সিনহুয়াকে জানিয়েছেন, কাচিন রাজ্যের হাপাকান্ত উপশহরের মা না গ্রামের কাছে একটি জেড খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা নিখোঁজ রয়েছে। প্রায় আটজন আহত হয়েছেন।’
হপাকান্ত উপশহরের একজন উদ্ধারকর্মী কো থেইন থান টাইকে সিনহুয়াকে বলেছেন, নিখোঁজদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, কারণ তারা অভিবাসী শ্রমিক।
কাচিন রাজ্যে, বিশেষ করে হপাকান্ত খনির অঞ্চলে প্রায়ই মারাত্মক ভূমিধস হয়।
অনেক স্থানীয় এই অঞ্চলে জেড পাথর আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে।
২০২০ সালের জুলাই মাসে হপাকান্ত উপশহরের একটি জেড খনির সাইটে একটি মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১৭৪ জন মারা যায় এবং ৫৪ জন আহত হয়।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও