December 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 8:07 pm

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩টি বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

 

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্ট বোঝাই তিনটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। খবর (বাসস)

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্ট বোঝাই বোটসমূহ মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে।

শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেওয়া হলে বোটগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে বোটগুলোকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ৩০ ব্যক্তিকেও আটক করা হয়।

জব্দকৃত বোট, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ রকম চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষায়, সমুদ্রসীমায় অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা, চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এনএনবাংলা/