August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 6:09 pm

মিয়া খলিফার সঙ্গে তুলনায় সামিরা মাহির প্রতিক্রিয়া

 

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে জোর আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ট্রল করছেন। আবার নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, মিয়া খলিফার মতো লাগছে। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে নীল রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন।

ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই ছবিগুলো মুলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন।

এনএনবাংলা/আরএম