ঢাকার মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে ঝিলপাড় বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) কর্তব্যরত অফিসার লিমা খানম।
এফএসসিডির কর্তব্যরত অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি দলও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সোনাইমুড়ীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে: বিজিএমইএ