বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর সার্কেলে আজ দুপুরে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, দুপুর ১টা ১৩ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর সার্কেলে প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুসারে, এর আগে গত রাত ৮টা থেকে আজ (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
—–ইউএনবি
আরও পড়ুন
‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত
টিউশনি বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতা খু’ন, ছাত্রী আটক
শাহজালালের বিমানবন্দরে আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি