রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগর এলাকার একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে চার ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান সংস্থার মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, ‘আগুনে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে সময় লাগছে।’
তিনি আরও জানান, আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে—একটি কাপড়ের গোডাউন, অন্যটি কেমিক্যালের গোডাউন।
এদিকে ধোঁয়ায় অসুস্থ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘আহতদের মধ্যে সুরুজ (৩০), আল মামুন (৩২) ও সোহেল (৩২) রয়েছেন। সুরুজের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে, বাকিদের শ্বাসনালী ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়া কমিয়ে আনতে এবং ভেতরে আটকে পড়া কেউ থাকলে তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের