January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 5th, 2023, 7:04 pm

মিরপুরে বিআরটিসির বাসে আগুন

ফাইল ছবি

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেই রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকাল ৩টা ৪২ মিনিটে মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

তিনি ইউএনবিকে বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

—-ইউএনবি