October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 5:43 pm

মিরপুরে রাসায়নিকের আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিস

 

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গুদামের ভেতরে এখনও প্রচণ্ড ধোঁয়া ও টক্সিক গ্যাস থাকায় অভিযান চালানো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সকালে আমরা কেমিকেল স্যুট পরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে গুদামের দরজা খুলেছি। ভেতরের অবস্থা পরিদর্শন করেছি, সেখানে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে। এ অবস্থায় অভিযান চালানো নিরাপদ নয়। অভিযান শেষ করতে দীর্ঘ সময় লাগবে।’

তিনি আরও জানান, ‘বিকেলে ফায়ার সার্ভিসের উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থলের পরিস্থিতি মূল্যায়ন করার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’

নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে প্রশ্ন করা হলে কাজী নজমুজ্জামান বলেন, ‘আমরা এখনও অভিযান চালাচ্ছি। নিখোঁজদের বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো দেখছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘গুদামে বিভিন্ন কেমিকেল থেকে টক্সিক গ্যাস তৈরি হয়েছে, যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে গেলে ত্বক, ফুসফুস ও হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। আমরা স্থানীয়দের মাইকিং করে এলাকা থেকে দূরে থাকতে বলেছি।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ‘রাসায়নিকের মিশ্রণে বড় ধরনের বিক্রিয়া হতে পারে। তাই আগুন নেভাতে সময় লাগবে। ধারণা করা হচ্ছে, যেহেতু গুদামটি তালাবদ্ধ ছিল, ভেতরে কেউ নেই। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘ব্যবসায়ীরা নিয়ম-নীতি মানছেন না, অবৈধভাবে রাসায়নিক গুদাম করেছেন। সরকারের অবস্থান স্পষ্ট—অবৈধ গুদাম মালিকদের আইনের আওতায় আনা হবে।’

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং অবৈধ রাসায়নিক গুদামের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

এনএনবাংলা/