অনলাইন ডেস্ক :
রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা। তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সচিবালয়ের আগুনে ৫ মন্ত্রণালয়ের ‘কোনো নথি পোড়েনি’