অনলাইন ডেস্ক :
রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা। তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে
২০৭ কোটি টাকা আত্মসাতে আসামি এস আলম, রন ও রিক শিকদারসহ ২৬ জন