চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যান, মিনি ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ট্রাক চালক ইকবাল হোসেন (৪৫) ও অটোরিকশার মোহাম্মদ ফরিদ (৪২)। নিহত ইকবাল হোসেন মিরসরাইয়ে সেচ্ছাসেবক দলের নেতা ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি মিনি ট্রাক ও বেকারির পণ্যবহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় অটোরিকশা ও মিনিট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জন মারা গেছেন। পরে আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুইটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
নিহতদের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার