December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 1:49 pm

মিরসরাইয়ে যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সোমবার রাতে অজ্ঞাতনামা এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, নিহত শহীদুল ইসলাম আকাশ (২৮) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের বাসিন্দা।

সন্ধ্যা ৭টার দিকে চিনকিরহাট এলাকায় একদল লোক আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম বলেন, “আকাশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা পুরানো স্কোর মেটানোর জন্য তাকে আক্রমণ করে। এর আগে ২০০০ ও ২০১৮ সালেও তার ওপর হামলা হয়েছিল।

হিঙ্গুলী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন শহিদুল ইসলাম আকাশের ওপর হামলা করে। এর আগে ২০০০ ও ২০১৮ সালেও তার ওপর হামলা করা হয়। এবার তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

ওসি নূর হোসেন জানান, হামলায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

—-ইউএনবি