নিজস্ব প্রতিনিধি :
মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট মোস্তাননগর বিএসআরএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সারমিন আক্তার পলি (২৫) ও জান্নাত (৩০)। পলি ফেনীর দুলাল হোসেনের মেয়ে। জান্নাত আবুল খায়ের কোম্পানিতে চাকরি করতেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে ভাড়া করা মাইক্রোবাসটি সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক খন্দকার বাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে চালক শাহীন (৩২), ডলি (২৪) ও আরিফুলকে (২৮) স্থানীয় মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল