চট্টগ্রামের মিরসরাই নিজামপুর কলেজের সামনে লরি চাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিশু রানী দেবী পলি (১৮) দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে এবং নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরির কলেজছাত্রী পলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং লরির চালক ও তার সহকারীকে আটক করে।
—-ইউএনবি

আরও পড়ুন
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি
বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনায় শাহজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল