বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্তত ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে আসামি করে রবিবার রাজধানীর শাহজাহানপুর থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিএনপির মহাসমাবেশে ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে ৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
তিনি বলেন, আরও মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে থানা সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মির্জা আব্বাসসহ ৮৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর