January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 29th, 2023, 7:24 pm

মির্জা আব্বাসসহ বিএনপির ১৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ৬ মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্তত ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে আসামি করে রবিবার রাজধানীর শাহজাহানপুর থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিএনপির মহাসমাবেশে ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে ৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি বলেন, আরও মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মির্জা আব্বাসসহ ৮৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

—-ইউএনবি