বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় রবিবার (৫ নভেম্বর) আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি রেকর্ডের জন্য দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শুনানিকালে মির্জা আব্বাস আদালতের কাছে কথা বলার অনুমতি চান।
আদালত তাকে কথা বলার অনুমতি দিলে তিনি বলেন, ‘গত বছর আমাকে এবং মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় মির্জা ফখরুল ও আমাকে কনডেম সেলে রাখা হয়েছিল। এখন আমাকে মেঝেতে রাখা হয়েছে। এখন আমি পায়ে হেঁটে এখানে এসেছি, হয়তো পরের বার আমাকে হুইলচেয়ারে আসতে হবে।’
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম শুনানি শেষে আত্মপক্ষ সমর্থনের জবানবন্দি রেকর্ডের দিন ধার্য করেন।
মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিনুল ইসলাম জানান, আজ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল।
তিনি বলেন, ‘আমরা মির্জা আব্বাসের জামিন আবেদন করেছি। শুনানির পর, আদালত জামিনের আবেদন রেকর্ড করে এবং আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রেকর্ড করার জন্য ৮ নভেম্বর দিন ধার্য করে।’
গত ৩১ অক্টোবর একই আদালত মির্জা আব্বাসের জামিন বাতিল করে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে নাশকতার মামলায় রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে মির্জা আব্বাসকে আজ ফের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ রবিবার মির্জা আব্বাসকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানায়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠান।
এর আগে গত ১ নভেম্বর এ মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি