অনলাইন ডেস্ক :
অনন্ত জলিলের শত কোটি টাকা দিয়ে নির্মিত ‘দিন : দ্য ডে’ ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনও লাভ হয়নি; ঢাকাই সিনেমার শীর্ষ খল অভিনেতা মিশা সওদাগরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন অনন্ত জলিল। অনন্ত জলিল প্রশ্ন রেখেছেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনও ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই, তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’ গত শনিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে গিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এই প্রযোজক ও নায়ক। অনন্ত জলিল দাবি করেছেন, দেশের সিনেমার ডিজিটাল যাত্রা তিনিই শুরু করেছেন। দেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই তিনি দেখিয়েছেন। এর আগে সাক্ষাৎকারে মিশা সওদাগর অনন্ত জলিলকে উদ্দেশ করে বলেছিলেন, শত কোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল ‘কালচারাল ইমপর্টেন্ট পারসন’ এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা মেহের আফরোজ শাওন