অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগান মাতালেন সংগীতশিল্পী বেবী নাজনীন। মিশিগানের অন্যতম দেশীয় বড় মেলাটি হচ্ছে নর্থ আমেরিকান-বাংলাদেশি ফ্যাস্টিভাল। এই মেলাটি শুরু হয়েছে ২৬ আগস্ট, শেষ হয় ২৮ আগস্ট। তিন দিনব্যাপী মেলায় ছিল মানুষের উপচেপড়া ভিড়। প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মিশিগানের বাংলা টাউন ডেট্রয়েট সিটির জেইন পার্ক মাঠে নেচে-গেয়ে মঞ্চ কাঁপান বেবী নাজনীন। বেবী নাজনীন রোববার সন্ধ্যায় মঞ্চে উঠেই বলেন, ‘এত বাংলাদেশি দেখে আমার মনে হচ্ছে আমি এখন বাংলাদেশেই আছি। ’এরপর ‘বাংলাদেশ’ শিরোনামে প্রথম গান পরিবেশন করে পুরোটা সময় নিজে নেচে-গেয়ে এবং উপস্থিত দর্শকদের নাচিয়ে রাত ১২টায় গাওয়া শেষ করেন।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী