November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 7:22 pm

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কারচুপির অভিযোগে ২ বিচারকের পদত্যাগ

 

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ উঠেছে, যার প্রভাব পড়েছে প্রধান বিচারক প্যানেলেও। অভিযোগের জেরে ইতিমধ্যেই দুই বিচারক পদত্যাগ করেছেন।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা। প্রতিযোগীরা এখন ব্যস্ত বিভিন্ন সেশন ও ইভেন্টে অংশগ্রহণে। কিন্তু ঠিক এই সময়েই লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তিনি অফিসিয়াল বিচারক হিসেবে তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

হারফুশের অভিযোগ, “একটি হঠাৎ গঠিত গোপন জুরি প্যানেল ইতিমধ্যেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করেছে, যেখানে অফিসিয়াল বিচারকরা উপস্থিত ছিলেন না। এই প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত, যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত স্বার্থের সংঘাত রয়েছে।” তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।

আগেই এবারের মিস ইউনিভার্স আয়োজনের আগে বিতর্ক তৈরি হয়েছিল। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদ স্বরূপ অনুষ্ঠান ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করে।

সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্সের আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সাড়া ফেলেছেন। জনপ্রিয়তার ভোটে তিনি শীর্ষে পৌঁছানোর একদম কাছাকাছি। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়া যাবে ১৯ নভেম্বর রাত ১০:৫৯ পর্যন্ত।

বিশ্বজুড়ে মিস ইউনিভার্সের এই বিতর্ক এবং বাংলাদেশি প্রতিনিধি মিথিলার সাফল্য একসাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এনএনবাংলা/