January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 4th, 2022, 7:44 pm

মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি

অনলাইন ডেস্ক :

মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দেশটির কর্নাটকের সিনি শেঠি। ফাইনালে তিনি ৩১ জনকে হারিয়ে এই স্থান অর্জন করেছেন। রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছেন। রোববার সন্ধ্যায় মিস ইন্ডিয়ার এবারের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাঁদের সৌন্দর্যের পাশাপাশি তাঁদের অন স্পট প্রতিক্রিয়া শৈলী দিয়ে বিচারক ও মানুষদের মন জয় করেন। তবে স্বাভাবিক ভাবেই এগিয়ে ছিলেন সিনি শেঠি। যে কারণে তিনি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন। এবারও মিস ইন্ডিয়া প্রতিযোগিতা ছিল খুবই কঠিন ও মজার, যেমনতা প্রতিবারেই হয়। প্রতিযোগিতাটি এতটাই কঠিন যে ৬ জন বিচারকের একটি প্যানেল সব দিক মাথায় রেখে একজন বিজয়ী নির্বাচন করে থাকে। বিচারকদেরপ্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মারিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী শমাক ডাবর। এছাড়াও বলিউডের অনেক সেলিব্রেটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতী শ্যানন থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রী লাল কার্পেটে তাঁদের আকর্ষণ ছড়িয়েছেন। তবে নেহা ধুপিয়ার কাছে এই অনুষ্ঠান বিশেষভাবে আকর্ষণীয় ছিল, কেননা তিনি মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন, প্রায় ২০ বছর আগে। সিনি শেঠি চাটার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টের কোর্স করেছেন। শিখেছেন ভারতনাট্যম। চার বছর বয়সে তিনি নাচ শুরু করেন। ১৪ বছর বয়স পর্যন্ত মঞ্চেও অভিনয় করেছেন। শিনি বর্তমানে কর্নাটকের বাসিন্দা হলেও তাঁর জন্ম মুম্বাইতে।