অনলাইন ডেস্ক :
‘মীর জাফর চ্যাপটার ২’ শিরোনামের একটি কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও জিয়াউল রোশান। আর এই সিনেমার মাধ্যমে ভারতের ‘কালো তালিকা’ থেকে বেরিয়ে আবার কলকাতায় সিনেমার কাজে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। রানা সরকারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ। সিনেমায় ফেরদৌসকে দেখা যাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে। তাঁর নায়িকা কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর রোশানের বিপরীতে কাজ করবে প্রিয়াঙ্কা সরকার। আগামী ১ জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য ২৬ নভেম্বর কলকাতা যাচ্ছেন ফেরদৌস ও রোশান।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত