জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারী বরদ্দকৃত শীতের কম্বল প্রেসক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, প্রতিষ্ঠাতা সভাপতি এজেএড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা, সাংবাদিক সিরাজুল হক সরকার, এম মাহবুব আলম খান, মনোনেশ দাস, ফেরদৌস আলম, নাসির উদ্দিন ফকির, মোফাজ্জল হোসাইন, রাশিদুল আলম শিমুল, এম ইউসুফ, হজরত আলী প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় ২০০ মানুষের মাঝে কম্বর বিতরণ করা হয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী