December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 8:28 pm

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গায়ে কলঙ্কের কালি

অনলাইন ডেস্ক :

দেশের ঐতিহ্যবাহী ফুটবল দল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নেমে গেল। এক ম্যাচ হাতে রেখেই অবনমন হয়ে গেল দলটির। ১১ দলের মধ্যে ১০ নম্বর পজিশনে রয়েছে মুক্তিযোদ্ধা। ১৯ খেলায় ১৫ পয়েন্ট। পরবর্তী ম্যাচ জিতলেও লাভ নেই। রেলিগেশন হওয়া দুই দলের অন্যটি এএফসি উত্তরা, তারা আগেই নেমে গেছে। শনিবার মুক্তিযোদ্ধা সংসদ ১-২ গোলে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গিয়ে বিদায় নিশ্চিত হয় এবং বেঁচে যায় রহমতগঞ্জ। তাদের পয়েন্ট ১৯। মুক্তিযোদ্ধা দেশের ফুটবলে সাড়া জাগানো একটি দল। কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যতœ না নেওয়ার কারণে আজ এই দশা। খেলোয়াড়রা প্রতিবারই সংকটে থাকেন। বেতন থাকে না। খেলোয়াড়রা খাওয়া পান না। এসব অভাব অভিযোগ সারা বছর জুড়েই লেগে ছিল। এর মধ্যে ম্যানেজার আরিফ ২০১৪ সালে সম্পৃক্ত হন ২০১৭ সালে ম্যানেজার নিযুক্ত হন।

সংকটের পাশাপাশি আরিফ জানালেন, রেফারিরা মাঠে নেমে নিরপেক্ষ বাঁশি বাজাননি। অনেক ক্ষেত্রেই ন্যায় সিদ্ধান্ত হতে বঞ্চিত হয়েছে মুক্তিযোদ্ধা। বারবার রেফারির বিষয়ে অভিযোগ করেও নাকি কোনো প্রতিকার পাননি ম্যানেজার আরিফ। গত শনিবারও বলছিলেন, আমি অভিযোগ করেছি। কিছু ম্যাচ যদি বাফুফে পর্যালোচনা করে দেখে তাহলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে।’ আরিফ যেকথাই বলুক দিন শেষে হিসাব হচ্ছে দেশের একটা ঐতিয্যবাহী ফুটবল দলটির শীর্ষ কর্তাদের অবহেলার শিকার হলো। বলি দিতে হলো দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর হতে বিদায় নিয়ে। কলঙ্কের কালি গায়ে মাখল।