অনলাইন ডেস্ক :
এবারের ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ভারতে জি-ফাইভ ও জি প্লেক্স-এ, আর ভারতের বাইরে প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (১৩ মে) মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিনেই ওটিটি প্লাটফর্মে অল্প সময়ে সবচে বেশি দর্শক পাওয়ার ইতিহাস গড়েছে।
দর্শকদের চাপে প্রথম দিনেই ক্রাশ করে জি ফাইভ অ্যাপ। ছবিটি মুক্তি পেতেই হুড়মুড়িয়ে অ্যাপে লগ ইন করেছিলেন ভাইজানের ভক্তরা। আর তাতেই ঘটে বিপত্তি।
জি ফাইভের পক্ষ থেকে টুইটারে পোস্ট করে জানানো হয়, আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি। অবশ্য এরপর খুব দ্রুতই সমস্যার সমাধান করে ফেলেন তারা।
ওটিটির পাশাপাশি ভাইজানের রাধে প্রথমদিনেই বক্স অফিসেও বাজিমাত করেছে। দর্শকদের বাঁধনছাড়া উচ্ছ্বাস এবং পজিটিভ ফিল্ম রিভিউ আবারো প্রমাণ করে দিয়েছেন তিন খানের লড়াইয়ে তিনি যেন এককদম এগিয়েই রয়েছে।
প্রথম দিনেই প্রায় ৮০ শতাংশ টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়েছে। ভাইজানের ফাস্ট ডে ফাস্ট শো অনেকেই চুটিয়ে উপভোগ করেছেন। বলিউডের এই মশালাদার অ্যাকশন ছবি ব্লকব্লাস্টার যে হতে চলেছে তা নিয়ে কোনো দ্বিমত নেই। অ্যাকশন প্যাকড সালমান খানের পাশাপাশি ছবিতে দিশা পাটানির সঙ্গে ভাইজানের রোমান্স যেন উপরি পাওনা।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান