January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 6th, 2025, 6:33 pm

মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত

‘কাগজের বউ’ সিনেমার দৃশ্য। ছবি : ফেসবুক থেকে

অনলাইন ডেস্ক:

বিদেশের সিনেমাগুলো কোনটা কত টাকা আয় করল, নিমেষেই সেটা জানা যায়। দেশগুলোর বক্স অফিস এ তথ্য দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে বক্স অফিস নেই। প্রযোজক, ডিস্ট্রিবিউটর, পরিচালকদের কথার ওপর ভিত্তি করেই শুধু জানা যায়, কোনো সিনেমা কত আয় করেছে। তবে বেশির ভাগ প্রযোজনা প্রতিষ্ঠানই আয় প্রকাশ করতে চান না। ২০২৪ সালে মুক্তি পায় ৪১টি সিনেমা। এসব সিনেমা কোনটা কত আয় করল?

জানুয়ারি
জানুয়ারির শুরুতেই মুক্তি পায় মেহেদী হাসানের ‘শেষ বাজি’ আর চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’। মাসের শেষে মুক্তি পায় সুকুমার চন্দ্র দাশের ‘রুখে দাঁড়াও’।
‘শেষ বাজি’র প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল আগে গণমাধ্যমে জানান, তাঁর সিনেমার বাজেট ১ কোটি ৩০ লাখ টাকা। মুক্তির পর তিনি জানিয়েছিলেন, ‘হল থেকে টাকা আসার কোনো সম্ভাবনা নেই। উল্টো তাদের কিছু টাকা দিয়ে সিনেমাটি চালাতে হয়েছে। মাল্টিপ্লেক্স থেকে কিছু হয়তো আসতে পারে। টেলিভিশন ও ওটিটিতে বিক্রির চেষ্টা করছি। আলাপ হচ্ছে। সব মিলিয়ে হয়তো ২০ লাখ টাকার মতো আয় হতে পারে।’ জানা গেছে, শুধু হল থেকে তিন লাখ টাকার মতো এসেছিল। সেই অর্থও ঠিকমতো হাতে পায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

আর ‘কাগজের বউ’-এর আয় পাঁচ লাখ টাকার নিচে। তবে ঠিক কতটা নিচে, সেটা বলতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিনেমার নায়ক ও অন্যতম প্রযোজক ডি এ তায়েব বললেন, ‘যত দূর শুনেছি, ডিজিটাল স্বত্ব, টিভি স্বত্ব থেকে যে টাকা পেয়েছে, তাতে ১৫ লাখ টাকার বেশি আয় হয়েছে। বাজেট কম ছিল। সেখান থেকে টাকা উঠে গেছে।’ নাম প্রকাশ না করার শর্তে রুখে দাঁড়াও সিনেমাসংশ্লিষ্ট একজন জানান, ছবিটি হল থেকে চার লাখ টাকার মতো আয় করে।

ফেব্রুয়ারিতে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেয়েছেফেব্রুয়ারিতে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেয়েছে চরকির সৌজন্যে

ফেব্রুয়ারি
এ মাসে মুক্তি পায় দীন ইসলামের ‘ট্র্যাপ’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আবদুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ও হাবিব খানের ‘টালমাতাল’। কোনো সিনেমাই সাড়া জাগাতে পারেনি। একটি সূত্র থেকে জানা যায়, অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ হল থেকে আয় করে ১০ লাখ টাকার মতো। পরিচালক বন্ধন বিশ্বাস আগে জানিয়েছিলেন, প্রচার কম হওয়ায় তাঁরা আয়ে পিছিয়ে ছিলেন।

অন্য সিনেমার মধ্যে ‘ট্র্যাপ’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘টালমাতাল’-এর আয় জানতে চাইলে প্রযোজকেরা বলেন, ‘বলার মতো নয়।’ এর মধ্যে একটি সিনেমার প্রযোজক নাম প্রকাশ না করার শর্তে জানান, হল থেকে কোনো টাকাই পাননি। ‘পেয়ারার সুবাস’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘বক্স অফিস না থাকায় আমরা আয়ের তথ্য সরাসরি প্রকাশ করতে পারব না।’

মার্চ
রোজার মাসে কোনো সিনেমা মুক্তি পায়নি।

ওমর এবং রাজকুমারসহ একাধিক সিনেমা ঈদে মুক্তি পায়। পোস্টার ওমর এবং রাজকুমারসহ একাধিক সিনেমা ঈদে মুক্তি পায়। পোস্টারকোলাজ

এপ্রিল
পবিত্র ঈদুল ফিতরে রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পায়। এর মধ্যে আলোচনায় ছিল ‘রাজকুমার’, ‘ওমর’, ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ ও ‘জ্বীন–২’। সিনেমাগুলোর মধ্যে রাজকুমার দেশের বাইরে থেকে এক কোটি টাকার মতো আয় করলেও দেশের বাজারের তথ্য প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বড় বাজেটের আরেক সিনেমা ‘কাজলরেখা’ আলোচনায় থাকলেও অনেক সিনেমার ভিড়ে কোণঠাসা অবস্থায় পড়ে। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘বড় বাজেটের সিনেমা। সব টাকা যে হল থেকে তুলতে পারব না, সেটা আগেই জানতাম। কারণ, মুক্তির সময়টা ভালো ছিল না। অন্য সময় হলে আরও ভালো আয় করত। তবে দীর্ঘমেয়াদি আয়ে আমরা সিনেমাটির লগ্নি ফিরিয়ে আনতে পারব।’ সিনেমাটি ৫০ লাখ টাকার বেশি আয় করেছে।

মাস্টার কমিউনিকেশনস ফিল্মের সিনেমা ‘ওমর’ পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। সংশ্লিষ্ট কেউই আয় বলতে চান না। তবে নাম প্রকাশ না করা শর্তে সংশ্লিষ্ট একজন জানান, ছবিটি দেশের বাইরে থেকে ৫০ লাখ টাকার বেশি আয় করে।

গত বছর জাজ মাল্টিমিডিয়ার তিন সিনেমা মুক্তি পায়—‘জ্বীন–২’, ‘পটু ও ‘পাপ’।

সিনেমাগুলো নিয়ে ভিন্ন রকম অভিজ্ঞতার কথা জানালেন প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, ‘“জ্বীন–২” থেকে ভালো সাড়া পেয়েছিলাম। সিনেমাটি বাজার থেকে ৮০ লাখ টাকার বেশি এনে দেয়। অন্য দুই সিনেমা বলার মতো আয় করেনি।’

ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমার মধ্যে ‘লিপস্টিক’-এর আয় প্রকাশ করতে চাননি এর পরিবেশক। এ ছাড়া ‘মায়া: দ্য লাভ’, ‘মেঘনা কন্যা’, ‘সোনার চর’, ‘আহারে জীবন’, ‘গ্রীন কার্ড’ মুক্তির দুই সপ্তাহেও লাখ টাকা তুলতে পারেনি। কোনো কোনো সিনেমা আবার আগেই হল থেকে নামিয়ে দেওয়া হয়।

‘ডেডবডি’ সিনেমার পোস্টার‘ডেডবডি’ সিনেমার পোস্টারআইএমডিবি

মে
এ মাসে মুক্তি পায় ‘ডেডবডি’, ‘শ্যামা কাব্য, ‘পটু, ‘ফাতেমা’, ‘ময়নার শেষ কথা’ ও ‘সুস্বাগতম’। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে, পটু বলার মতো আয় করেনি। ডেডবডির প্রযোজক মোহাম্মদ ইকবাল একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর সিনেমার বাজেট মাত্র ৫৫ লাখ টাকা।

এই প্রযোজক আরও বলেন, ‘আমি টেলিভিশন, ইউটিউব রাইটস থেকে চোখ বন্ধ করে ৩০ লাখ টাকা সেল করতে পারব। ভারতে স্বত্ব বিক্রি করে পাব আরও ১০ লাখ টাকা। ৪০ লাখ তো আমার এখানেই উঠে গেছে। তিনটা স্পনসর ছিল। সবকিছু মিলিয়ে এই ছবি থেকে ১-২ লাখ টাকা হলেও লাভ করব।’ এ মাসে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো ৫০ হাজার, কোনোটা ১–২ লাখ টাকা আয় করে। এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে কথা বলতে চায় না।

‘তুফান’ সিনেমার পোস্টার‘তুফান’ সিনেমার পোস্টার

জুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তুফান’। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল আয়সংক্রান্ত কোনো তথ্য জানাতে চান না। তিনি জানান, বক্স অফিস না থাকায় এটা বলতে আগ্রহী নন। তবে মুক্তির সাত দিনের মাথায় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটিকে ব্লকবাস্টার ঘোষণা দেয়। বলা হয়, প্রথম এক সপ্তাহে সিনেমাটি আয় করে ৯ কোটি টাকা।

অন্য সিনেমার মধ্যে ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জ’, ‘ময়ূরাক্ষী’ তেমন সাড়া ফেলেনি। ‘ময়ূরাক্ষী’ ও ‘রিভেঞ্জ’ বাদে অন্য সিনেমাগুলো ২–৩ লাখ টাকা করে আয় করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আগন্তুক টিমের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দু–তিন লাখ টাকা হতে পারে।’

‘আজব কারখানা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে পরিচালক ও অভিনয়শিল্পীরা‘আজব কারখানা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে পরিচালক ও অভিনয়শিল্পীরা ছবি: ফেসবুক

জুলাই থেকে সেপ্টেম্বর
১২ জুলাই মুক্তি পায় শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। জানা গেছে, শুধু স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময়েই ৬ লাখ টাকার বেশি আয় করে। ২৩ আগস্ট ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি মুক্তি পায় ২১ হলে। মনতাজুর রহমান আকবরের সিনেমাটির আয়ের তথ্য জানা যায়নি। দেশের সার্বিক অবস্থার কারণে তিন মাসে মাত্র এ দুটি সিনেমাই মুক্তি পায়।

‘শরতের জবা’ চলচ্চিত্রের পোস্টারশরতের জবা’ চলচ্চিত্রের পোস্টার নির্মাতার সৌজন্যে

অক্টোবর
এ মাসে ডিপজলের ‘জিম্মি, কুসুম সিকদারের ‘শরতের জবা’, ইভান মল্লিকের ‘বাদশা: দ্য কিং’, মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’ ও দীন ইসলামের ‘চরিত্র’ মুক্তি পায়। সবচেয়ে বেশি আয় করে ‘শরতের জবা’। সিনেমাটি প্রথম সপ্তাহেই চার লাখের বেশি টাকা আয় করে।

এটি শুধু সিনেপ্লেক্সের শাখাগুলোতেই মুক্তি পায়। ‘হৈমন্তীর ইতিকথা’র পরিচালক জানান, দর্শকখরার মধ্যেই পাঁচ লাখ টাকার মতো আয় করেছে তাঁদের সিনেমা। এতেই তিনি খুশি। পরিচালক বলেন, ‘হলের চেয়ে অনেক বেশি ডিজিটাল ও টেলিভিশন স্বত্ব থেকে পাব। এখনো বিভিন্ন হল থেকে কিছু টাকা পাচ্ছি।’

 চরকি অরিজিন্যালস ৩৬–২৪–৩৬ এ অভিনয় করেছেন তানভীর। ছবি: আইএমডিবিচরকি অরিজিন্যালস ৩৬–২৪–৩৬ এ অভিনয় করেছেন তানভীর।ছবি: আইএমডিবি

নভেম্বর
নভেম্বর থেকে কিছুটা হলেও হলে দর্শক ফেরা শুরু করে। এই সময়ে সবচেয়ে বড় আশার কথা হয়ে দাঁড়ায় শাকিব খানের ফেরা। অনন্য মামুন ফেসবুকে জানান, শাকিব অভিনীত দরদ দুই দিনে ৩ কোটি ১২ লাখ টাকা আয় করেছে। সব মিলিয়ে সিনেমাটির আয় কত, সেটা পরে আর জানাননি। নভেম্বরে আরও মুক্তি পায় ‘রংঢং’, ‘ভয়াল’ ও ‘৩৬-২৪-৩৬’। এ সিনেমাগুলোর আয়ের তথ্য পাওয়া যায়নি।

‘৮৪০’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দীন খান। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে‘৮৪০’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দীন খান। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ডিসেম্বর
বছরের শেষ মাসে অনেকগুলো সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘নয়া মানুষ’, ‘দুনিয়া’, ‘হুরমতি’, ‘ডেঞ্জার জোন’, ‘৮৪০’, ‘প্রিয় মালতী’, ‘মাকড়সার জাল’ ও ‘নকশীকাঁথার জমিন’। তিনটি হলের তথ্যমতে জানা যায়, ‘দুনিয়া’, ‘হুরমতি’, ‘ডেঞ্জার জোন’—এ তিন সিনেমার আয় কম। হুরমতির প্রযোজক ও পরিচালক শবনম পারভীন বলেন, ‘আমার সিনেমা আগামী বছরও চলবে। ৮ থেকে ৯ মাস না গেলে বলা কঠিন, কত আয় করল।’ মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ ও শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ এখনো হলে চলছে।