অনলাইন ডেস্ক :
হলিউড অভিনেতা ব্র্যাডপিটের সিনেমা মানেই ভক্তদের কাছে দারুণ উন্মাদনা। কিন্তু ২০১৯ সালের পর এই অভিনেতার নতুন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় হতাশ ছিলেন সারাবিশ্বের ব্র্যাডপ্রেমীরা। তবে এবার তাদের সেই আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘বুলেট ট্রেন’। এদিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেলেও ভারতীয় দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন ৪ আগস্ট থেকে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে মুক্তির আগেরদিন ভারতের প্রেক্ষাগৃহে আসবে ব্র্যাডপিট। পরিচালক ডেভিড লেইচ দ্বারা পরিচালিত এই সিনেমাটিতে ব্র্যাডপিট ছাড়াও হলিউডের জনপ্রিয় বেশ কয়েকজন তারকার দেখা মিলবে। সেই তালিকায় রয়েছেন জয় কিং, কারেন ফুকুহারা, ফিউরি খ্যাত লোগান লারম্যানসহ অনেকে। উল্লেখ্য, ব্র্যাডপিট যখন ২০১৯ সালের পর বুলেট ট্রেন দিয়ে পর্দায় ফিরছেন। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা মিলবে এই অভিনেতার। এ ছাড়া অ্যারন টেলর জনসনকে মার্ভেলের ক্র্যাভেন দ্য হান্টারের চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান