অনলাইন ডেস্ক :
একজন ফোক সম্রাজ্ঞী, অন্যজন বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা- মমতাজ ও মিজান রহমান। তাদের দুজনকেই একসঙ্গে পাওয়া গেল, একই মঞ্চে। আর সেটা কোক স্টুডিও বাংলায়। কোক স্টুডিওর আলোচিত এই ফ্র্যাঞ্চাইজি প্রকাশিত করেছে তাদের নতুন গান ‘প্রার্থনা’। মূলত দুটি গানের কোলাজ এতে দেখা গেছে। মমতাজের কণ্ঠে এসেছে ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। আর এর সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’ অংশটুকু। যা গেয়েছেন মিজান রহমান। চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা গরমের হাঁসফাঁস। মানুষ ও প্রকৃতি এখন বৃষ্টির অপেক্ষায়। ঠিক এমন সময়ই এমন গান শুনে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন আয়োজকদের। সঙ্গে দুজনের গায়কিও স্তুতি বাক্য পেয়েছে। সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে তুলনা করেন পবিত্রতা ও সততার সঙ্গে। অনেকে বলেছেন, মমতাজের সঙ্গে মিজান গানটিকে নতুন মাত্রা দিয়েছেন। দুই মূল শিল্পীর পাশাপাশি এতে ছিলেন মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব। তারাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। এর সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গত শুক্রবার রাতে গানটি অবমুক্ত হয়। এর আগে, কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশিত করে। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!