রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পর্দায় আজ (৪ নভেম্বর) মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইয়ুমের রচনা ও পরিচালনায় সিনেমাটি নির্মাণ হয়েছে ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন-সংগ্রামের গল্প নিয়ে।
সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নিয়ে হতাশায় ছিলেন নির্মাতা। কারণ সিনেমাটির জন্য প্রেক্ষাগৃহ না পাওয়া। অবশেষে স্টার সিনেপ্লেক্স সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হয়। প্রতিদিন দুটি শোর একটি শুরু হবে বেলা ১১টায় এবং দ্বিতীয় শো বিকাল সাড়ে ৪টায়। সিনেমাটি দেখানো হবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
নির্মাতা মুহাম্মদ কাইয়ুম বলেন, ‘সিনেমাটি প্রদর্শনের জন্য ঢাকা ও ঢাকার বাইরেও হল মালিকরা আগ্রহী হননি। অবশেষে স্টার সিনেপ্লেক্স আমাদের পাশে দাঁড়ায়। দর্শকদের আহ্বান জানাব সিনেমা দেখতে আসার। তাদের উৎসাহ পেলে সিনেমাটির প্রদর্শনী আরও বাড়বে আশা করি।’
—-ইউএনবি
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’