January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:19 pm

মুক্তি পেল নুসরাতের ‘সুরঙ্গ’-এর গান

অনলাইন ডেস্ক :

ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার “সুরঙ্গ” সিনেমার গান প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদ-উল-আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত সোমবার বিকেল ৪টার দিকে ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। গানে বোল্ড অবতারে নুসরাতকে কোমর দোলাতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়ক আফরান নিশো। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। এই গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, “এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।”এ বছরের ফেব্রুয়ারিতে “সুড়ঙ্গ”’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রঙ বিন্যাসের কাজ।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর সিনেমা “আবার বিবাহ অভিযান”। এতে নুসরাত ছাড়াও রয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অঙ্কুশ হাজরা। মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাতের “রকস্টার”। এখন কাজ করছেন “পাতালঘর” ও “ফুটবল ৭১” নামে দুটি সিনেমায়। এ ছাড়া গত সপ্তাহে পশ্চিমবঙ্গে বাবা যাদবের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।