ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের বড় দুই নাম। দুজনের দ্বন্দ্বের খবরও অজানা নয় কারোরই। এবার এই দুই তারকা মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন। চলমান বিপিএলেও খেলছেন তামিম। অন্যদিকে, ভয়ঙ্কর খারাপ সময় পার করছেন সাকিব। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না। যে কারণে খেলা হচ্ছে না চলমান বিপিএলেও। এরই মধ্যে তার বিরুদ্ধে দেশে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ ছাড়া বোলিং অ্যাকশনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছেন।
দুই ফরম্যাট থেকে বিদায় নেওয়া সাকিবের ওয়ানডে ক্যারিয়ারটাও শেষ বলা চলে। সামাজিক মাধ্যমে প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া এই দুই ক্রিকেটারকে বাংলাদেশের জার্সিতে আর একত্রে দেখার সুযোগ নেই। অবশ্য এরপরও দেখা যেতে পারে তাদের।
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে নাম লিখিয়েছেন তামিম। একই লিগে আগেই দল পেয়েছেন সাকিবও। জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকারা।
এর আগে এক সংবাদ সম্মেলনে লিজেন্ড লিগে খেলার বিষয়টি জানিয়েছিলেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
আরও ৯ শুল্ক স্টেশন দিয়ে তিন দেশের আলু আমদানির অনুমতি
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা