January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 12th, 2025, 7:37 pm

মুখ-গলার যে লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ

অনলাইন ডেস্ক:
প্রতিবছর বিশ্বে প্রায় ৯ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার শরীরের যে কোনো অংশে ছড়াতে পারে। তবে ক্যানসারভেদে শরীরে এর ভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন- ত্বকের ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলো সাধারণত ঘাড়, মুখ ও কানে আশেপাশে প্রকাশ পায়।

ঘাড়, কান বা মুখের কোনো অংশে সাদা রঙের পিণ্ড মতো দেখতে পাওয়া যায়। যাকে বলা হয় বেসাল সেল কার্সিনোমা। এটি ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে।

মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে সেসব অংশে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী জেনে নিন-

বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনো দাগ। মোমের মতো সাদা রঙের মাংসপিণ্ড। যা দিন দিন বড় হয়। কোনো ক্ষত থেকে রক্তপাত হওয়া ইত্যাদি। এসব সমস্যা যদি আপনার ঘাড়, কান বা মুখের কোনো অংশে দেখতে পান তাহলে দ্রুত অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের ক্যানসারে প্রতিরোধের উপায়
সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন। যদিও সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের জন্য উপকারী। তবে তা সকালের রোদ থেকে গ্রহণ করুন।

দিনের বেলায় ঘরের বাইরে যাওয়ার আগে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। ত্বকে অবাঞ্ছিত কোনো দাগ বা মাংসপিণ্ড দেখলে হেলাফেলা করবেন না। বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া