December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:15 pm

মুগ্ধতা ছড়াচ্ছে হাইল হাওরের শাপলা বিল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে অন্যরকম নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে লাল শাপলা বিল। এটি  উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাইল হাওর এলাকায়।  এ যেন প্রকৃতির নিপুণ আঁচড়ে আঁকা এক বিস্তীর্ণ জলরূপ। ভোরের প্রথম আলোয় হাওরের বুকে ভেসে ওঠে হাজারো লাল শাপলার সমাহার; দূর থেকে মনে হয় পানির ওপর বিছিয়ে আছে অনন্ত লালের নীরব গালিচা। এই অদ্ভুত মোহময় দৃশ্য এখন প্রতিদিনই টেনে আনছে দেশের নানা প্রান্তের প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষকে।

১৪টি বিল নিয়ে গঠিত সুবিশাল হাইল হাওরের সানন্দা বিল সম্প্রতি পরিচিত হয়েছে ‘লাল শাপলা বিল’ নামে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল শাপলার বিপুল সমাবেশ মনকে আচ্ছন্ন করে দেয় রঙের কোমলতা আর প্রকৃতির বিশুদ্ধ আবেশে। যত দূর চোখ যায়, ততো দূর পর্যন্ত দেখা যায় ফুটন্ত লাল শাপলা। দূর থেকে দেখে মনে হয় এটি যেন লাল গালিচার রাজ্য। বিলটির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন হাজারো মানুষ।

দর্শনার্থী কমলগঞ্জের পিন্টু দেবনাথ, কুলাউড়ার মাহফুজ শাকিল  জানান, সিলেট অঞ্চলের প্রতিটি কোণেই প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু শাপলা বিলে এসে মনে হলো এখানে যেন প্রকৃতি নিজের সাজসজ্জা নিখুঁতভাবে ছড়িয়ে রেখেছে।

শ্রীমঙ্গলের কলেজছাত্রী দীপান্বিতা দাশগুপ্তা প্রথমবার এত লাল শাপলা একসঙ্গে দেখে দারুণ অভিভূত। বন্ধুদের নিয়ে এসেছি এখানে। যেন লালের সমুদ্রে দাঁড়িয়ে আছি। মন ভরে গেছে।

স্থানীয় ফাহিম আহমদের পর্যবেক্ষণ এ বছর শাপলার বিস্তার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরো বিলটাই যেন লাল শাপলার রাজ্য। সঙ্গে আছে পরিযায়ী পাখির আনাগোনা। দেখতে দারুণ লাগে।

শুধু দর্শনার্থী বাড়ছে না, বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সম্ভাবনাও। যাত্রাপাশা গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন জানান, “হাজারো মানুষের আগমনে বাজার-হোটেল-মুদি দোকান সবখানেই ব্যবসা বাড়ছে। সবাইকে শুধু অনুরোধ, ফুল ছিঁড়বেন না। সৌন্দর্য উপভোগ করুন।

হাওরের মাঝি তাহির মিয়া বলেন, এখন মাছ ধরা বাদ দিয়ে নৌকা চালিয়েই রোজগার ভালো হচ্ছে। পর্যটক যত বাড়ছে, আমাদের আয়ও তত বাড়ছে।

সানন্দা বিলের সৌন্দর্য উপভোগের সেরা সময় সম্পর্কে জানালেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু আজম লাল শাপলা রাতে ফুঁটে। খুব ভোরে এলে এর প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলা