January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 7:49 pm

মুগ্ধতা ছড়ালেন তুহীন

অনলাইন ডেস্ক :

চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘বলি’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এর টিজার। কয়েক দিনের ব্যবধানে এবার প্রকাশ্যে এলো সিরিজটির অফিশিয়াল ট্রেইলার। আনন্দের ব্যাপার হলোÑট্রেইলারে পাওয়া গেলো সংগীতিশিল্পী তানযীর তুহীনকে। অভিনয় নয়, সিরিজটির টাইটেল গান গেয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। ট্রেইলারে গানটির অংশ বিশেষ পাওয়া গেলেও তা মুগ্ধ করেছে শ্রোতাদের। উচ্ছ্বাস প্রকাশ করে সুরজিত মন্ডল লিখেন, ‘গানটা একেবারে আগুন। ভারত-বাংলাদেশ মিলিয়ে বাংলা ওয়েব সিরিজও একদিন কোরিয়ান ওয়েব সিরিজের মতো বিশ্ব জয় করবে।’ আরেকজন লিখেছেন, ‘সব জাত অভিনেতা একসঙ্গে তার মধ্যে টাইটেল গানটা তুহীন ভাইয়ের। অসাধারণ কিছু আসতে চলেছে।’ সিরিজটির টিজারে সালাউদ্দীন লাভলু, সোহানা সাবা, জিয়াউল হক পলাশের উপস্থিতি স্বল্প ছিল। এবার ট্রেইলারে তাদের উপস্থিতি আলাদাভাবে দর্শকের নজর কেড়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। অপর মুখ্য ভূমিকায় আছেন ‘তাকদীর’খ্যাত অভিনেতা সোহেল ম-ল। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে কুয়াকাটায়। আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।