September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 13th, 2025, 5:21 pm

মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে হাঁস মুরগি হাট: শিক্ষক,শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)   প্রতিনিধি:

মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইট দখল করে সপ্তাহে দুই দিন বসানো হচ্ছে হাঁস-মুরগি ও কাঁচাবাজারের হাট, যা শিক্ষার্থীদের জন্য চলাচলে  মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার।

একই ক্যাম্পাসে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান — মুছাপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০০ শিক্ষার্থী অধ্যয়নরত। সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যালয়ের মূল প্রবেশপথ ঘিরে বসে এই বাজার।

এই সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ ও বাহিরে চলাচলে বাধার মুখে পড়ে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুদের ও ছাত্রীদের  জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাজারে আসা যানবাহন, জনসমাগম এবং অবাধ চলাচলের ফলে দুর্ঘটনা অপরাধের  আশঙ্কাও থেকেই যাচ্ছে।

স্থানীয়দের মতে, বাজারে হাঁস-মুরগি, কাঁচা তরকারি,  বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা স্থানটি দখল করে রাখেন। এতে শুধুমাত্র চলাচলই নয়, বিদ্যালয় গেইটের ভেতর লোকজনের পস্রাব করায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা, যা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের জন্য চরম অবমাননাকর এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার হুমকি।

এছাড়া সন্ধ্যার পর পর্যন্ত চলা এই হাটে অবাঞ্ছিত লোকজনের আনাগোনা,বেড়েছে অপরাধ প্রবণতার আশঙ্কা।

স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করে

স্কুল চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাট বন্ধ করা, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা,শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।