September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:06 pm

মুজিবুর খাঁ এর ঠিকানা হল সুখের নীড় বৃদ্ধাশ্রম

খুলনা ব্যুরো:

অসহায় বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে দিল যুবকেরা

খুলনা নগরীর বানরগাতি এলাকার সিটি গার্লস কলেজের পাশে রাস্তায় দীর্ঘদিন পরে থাকা অসহায়, অসুস্থ, ঠিকানা ও পরিচয়হীন বৃদ্ধার আশ্রয় হল সুখের নীড় বৃদ্ধাশ্রময়ে।

বানরগাতির কিছু সহৃদয়বান ব্যক্তি এই অসুস্থ মানুষটিকে খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করতে ছিল এবং তাদের চেষ্টা ও যোগাযোগের মাধ্যমে তার আশ্রয় হল নিরাল ১২ নম্বর রোডের ১৭০ নম্বর বাড়ির সেবার আলো বাংলাদেশের সুখের নীড় বৃদ্ধাশ্রম।

সেবার আলো বাংলাদেশের সুখের নীড় বৃদ্ধাশ্রমের পরিচালক তালাহা যুবায়ের বলেন এই বাবা অনেক দিন ওই এলাকায় অসুস্থ অবস্থায় পরে ছিল ওই এলাকার কিছু লোকজন আমার সাথে যোগাযোগে করে  বুধবার বেলা১১.৩০ মিনিট সময় তাকে আমরা সুখেরনীড় বৃদ্ধাশ্রম নিয়ে আসি তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। সে সুধু তার নাম বলতে পারে মজিবুর খাঁ। তালাহা যুবায়ের আরো বলেন, সেবার আলো বাংলাদেশ এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

যা ২০১৯ সালে স্থাপিত হয়। নিঃস্বার্থভাবে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা আমাদের লক্ষ্য। তার একটি অংশ সুখের নীড় বৃদ্ধাশ্রম এখানে ৩২ জন অসহায় বৃদ্ধ মা বাবা থাকেন।

তাদের সকলকেই রাস্তা থেকে আনা যাদের অধিকাংশই চলাফেরা করতে পারে না অসুস্থ এখানে অধিকাংশই বিছানায় চলাফেরা করতে পারে না।তিনি আরো বলেন এখনো খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অনেক অসহায় বৃদ্ধ মা-বাবা আছেন যাদের কোন থাকার জায়গা নেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রাস্তার পাশে ঘুমায়। না খেয়ে থাকে। আমাদের জায়গা না থাকার কারণে তাদেরকে সুখের নীড়ে জায়গা দিতে পারছি না। আমার স্বপ্ন আছে খুলনা শহরে এমন একদিন আসবে যেদিন কোন অসহায় লোক রাস্তার পাশে পড়ে থাকবে না। তাদের সেবার আলো বাংলাদেশের সুখের নীড় বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয়স্থল হবে।আমাদের  আরো রয়েছে পথে শিশুদের মাঝে খাবার বিতরণ, রক্তদান কর্মসূচী।