January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 12th, 2021, 6:10 pm

মুঠোফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরান নিশো

নিজস্ব প্রতিবেদক:

ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও কাজ করছেন। চলতি বছরেই চুক্তিবদ্ধ হয়েছেন একটি মুঠোফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে আগামী এক বছর বিভিন্ন এন্ডরসমেন্টে অংশ নেবেন এই তারকা। এরইমধ্যে শেষ করেছেন একটি নতুন বিজ্ঞাপনের শুটিং। ‘স্টাইলের নতুন বস’ স্লোগানে আইটেল মুঠোফোনের নতুন ভার্সনের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আফরান নিশো ছাড়াও নানা চমকে এখানে দেখা যাবে ব্ল্যাক জ্যাং, পূজা ক্রুজসহ আরও অনেককে। এটি নির্মাণ করেছেন রুমন। আফরান নিশো জানান, ‘আইটেল’র সঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চলতি বছরেই তাদের দুটো বিজ্ঞাপনে কাজ করেছি। এখন আবার তাদের নতুন একটি ভার্সন আসছে, সেটি নিয়ে আরেকটি কাজ করলাম। এদিকে এই অভিনেতা সর্বশেষ লকডাউনের পর থেকেই ব্যস্ত রয়েছেন নাটকের শুটিংয়ে। শিগগিরই তাকে দেখা যাবে বেশ কিছু ওয়েব সিরিজে। সেগুলোতে ব্যতিক্রমী চরিত্রে হাজির হবেন তিনি।