January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 1:26 pm

মুন্সিগঞ্জে আগুনে শিশু নিহত, মা-মেয়ে দগ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে আয়াস মৃধা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মুন্সীয়া গ্রামে সোমবার রাত ৯ টার দিকে একটি ভবনে তৃতীয় তলায় আগুন লেগে এই ঘটনা ঘটে।

নিহত আয়াস মৃধা ওই এলাকার বাপ্পি মৃধার ছেলে।

ঘটনায় নিহতের মা দগ্ধ খাদিজা আক্তার মিম (২২) ও বোন আয়শা আক্তারকে (৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন জানান, ভবনটির তৃতীয় তলায় বাপ্পির থাকার কক্ষ থেকে ধোঁয়া আসতে দেখে প্রতিবেশিরা। পরে বিল্ডিংয়ের দরজা ভেঙে মাসহ শিশু সন্তানদের বাহিরে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দগ্ধ মা ও কন্যার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক বার্ন ইউনিটে রেফার্ড করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত মো. কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও সঠিক কারণ জানা যায়নি।

–ইউএনবি