January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:21 pm

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জ সদরে জমি থেকে হিমাগারে আলুর বস্তা নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফকিরকান্দিতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ফকির উপজেলার ফকিরকান্দি গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকার প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ভোর সোয়া ৪টার দিকে আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন। এ ঘটনায় নান্নু হাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

সহিংসতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

—ইউএনবি