অনলাইন ডেস্ক :
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) উপজেলার নোয়দ্দা, লক্ষ্মিদিবি, মহেশপুর, ঢালীকান্দিসহ বেশ কয়েকটি এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় নৌকার প্রার্থী রিপন পাটোয়ারীর উঠান বৈঠকে বিদ্রোহী প্রার্থী মোহসিনা হক কল্পনার সমর্থকরা হামলা চালায়। পরে নৌকার সমর্থকরা পাল্টা হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের সাত গ্রামে। এ সময় শতশত ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলবে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী