September 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 6th, 2025, 7:34 pm

মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতদের মধ্যে চারজন টঙ্গীবাড়ি ও একজন সদর উপজেলার বাসিন্দা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ও শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

এর আগে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হতে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের বাচ্চু বেপারী (৬৫), আবুল মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫), সদর উপজেলার নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন (৬০) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার আলামিনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথিরা একসঙ্গে বিষাক্ত নেশাজাতীয় পানীয় পান করেন। খবর অনুযায়ী, এই পানীয় সাধারণত ঘোড়া ও গরুর খুঁড়ের ক্ষতের জন্য ব্যবহার করা হয়। পানীয়টি গ্রহণের পরই তারা অসুস্থ হয়ে পড়েন এবং একে একে তাদের মৃত্যু হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, টঙ্গীবাড়িতে তিনজন এবং সদর উপজেলায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এনএনবাংলা/