রংপুর ব্যুরো:
রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে জঙ্গল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাংলার চোখ এবং তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নেতৃবৃন্দ জানান, কবরস্থান পরিচ্ছন্ন রাখা শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্বও বটে। সেই বিশ্বাস থেকেই তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন। এ উদ্যোগে স্থানীয় এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাংলার চোখের চেয়ারম্যান, মোঃ তানবীর হোসেন আশরাফী বলেন, কবরস্থান আমাদের প্রিয়জনদের চিরনিদ্রার স্থান। এর পরিচ্ছন্নতা রক্ষা করা জীবিতদের দায়িত্ব। অথচ অনেক ক্ষেত্রেই কবরস্থানে জঙ্গল-ঝোপে ভরে যায়, যা শুধু সৌন্দর্যহানি নয়, বরং পরিবেশ ও নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত, এ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বড় নুরপুর কবরস্থান থেকে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামর্থ্য অনুযায়ী তারা রংপুর সিটি কর্পোরেশনের সব কবরস্থান ধারাবাহিকভাবে পরিষ্কার করবেন। এ কাজে কবরস্থানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরাও সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন।
বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং সবাইকে কবরস্থান পরিচ্ছন্ন রাখতে অনুপ্রাণিত করবে। মহানগরীর সব কবরস্থানে ধারাবাহিকভাবে জঙ্গল পরিষ্কার কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, মো. শহিদুল ইসলাম রেপিট, সদস্য আলী আকবর বাদল, মহানগর শাখার সভাপতি হাজী মো. আবু জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, মোঃ দুলাল মিয়া, ফারহান হোসেন, শিহাব হোসেন জয়, এনামুল হক সুজন, সোহানুর সৌরভ, শাহাবর আলী শাকিব, মো. সাইফুল হোসেন, মো. জাকির হোসেন, মো. মকবুল হোসেনসহ অনেকে।
এছাড়া মুন্সিপাড়া কবরস্থানের দায়িত্বরত আব্দুল্লাহ, পিনু, সাব্বির এবং নুরপুর কবরস্থানের মফিজুলসহ দায়িত্বে থাকা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কার্যক্রমে রংপুর সিটি কর্পোরেশনের কনজারভেটিভ শাখার প্রধান নুর আলমের হাতে জঙ্গল পরিষ্কারের সরঞ্জাম বাংলার চোখের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কবরস্থান পরিচ্ছন্ন থাকলে মৃত আত্মাদের প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হয়, পাশাপাশি জীবিতদের জন্যও এটি প্রশান্তি ও গর্বের বিষয় হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের মাঝে মশারী, ছাতা ও ফলদ চারা বিতরণ
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা