মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের টেঙ্গরে আজ রবিবার (৭ জানুয়ারি) সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মো. জিল্লুর (৪২) মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান বলেন, সকাল পৌনে ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে জিল্লুরের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন স্থায়ী কমিটির নেতারা